২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

পতেঙ্গা মহাসড়ক যেন বাস স্ট্যান্ড সার্ভিসিং সেন্টার !

     

    শাহিন আহমেদ

মহাসড়ক যেন বাস স্ট্যান্ড সার্ভিসিং সেন্টার, এটা যেন বুঝার উপায় নেই যে একটি মহাসড়ক,পতেঙ্গা থানার স্টিলমিল বাজার থেকে কাঠগর বাজার পর্যন্ত জমে উঠেছে অবৈধ পার্কিং এবং বাস সার্ভিসিং সেন্টার, এই কারণে সারাক্ষণ লেগে থাকে বিশাল যানজট, ফলে প্রতিদিন ঘটছে নানান দুর্ঘটনা, অবৈধ রং পার্কিংয়ের কারণে দিন দিন কমে যাচ্ছে রাস্তার আকার ও আয়তন, রাস্তার তিনভাগের দুইভাগ অবৈধ রং পার্কিংয়ের দখলে। সরেজমিনে গিয়ে দেখা যায় এখানকার ফুটপাত ও হকারদের দখলে, ফলে দীর্ঘ যানজটের পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলাচল করে ভারি যানবাহন ও কভার ভ্যান, লরি সহ বাস, ট্রাক ও রিকশা।

মোহাম্মদ মিলন নামের এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স এর কাজ একেবারে অপরিকল্পিত,সড়কের এক পাশ মেরামত করলেও অন্যপাশের কোন খবর নেই। মোঃ লিটন মিয়া তিনি এই এলাকায় থাকেন অনেক বছর থেকে তিনি পেশায় সিএনজি চালক, তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন নানান কথা, তিনি বলেন এখানে ওদের অনেক শক্তি কিছু বলার আগেই মারমুখী হয়ে যান, তিনি আরো বলেন রং পার্কিংয়ের পাশাপাশি এই মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ সার্ভিসিং সেন্টার,ইচ্ছে হয় তখনই বাস রাস্তার মধ্যে খুলে ফেলে, তার কারণে রাস্তার একটি অংশ বন্ধ করে ফেলে ,তখন সৃষ্টি হয় যানজট, তাদের কিছু বললে উল্টো আমাদের সাথে অসভ্য ব্যবহার করে। এখানকার দোকানদারদের কিছু প্রশ্ন করলে, দোকান মালিক গন দেখিয়ে দেয় যে ওখানে বাস মালিকরা আছে ওদের সাথে কথা বলুন। সাপ্তাহিক পূর্ববাংলা ও banglapostbd.com,ওদের কাছে গিয়ে প্রশ্ন করলে কিছুক্ষণ পরে বলে যে আমরা কিছু জানি না, আমাদেরকে এখানে রাখতে বলছে তাই আমরা রাখি, আর টুকিটাকি কাজগুলো করি, তারপর ওদের প্রশ্ন করলে রাস্তার মাঝখানে আপনাদের গাড়ি পার্কিং করার জন্য কে বলেছে, তখন তারা বলে যে ভাই আমাদের ডিস্টার্ব করবেন না, আপনার কাজ আপনি করুন, আমাদের কাজ আমরা করি, আপনি কিছু জানার থাকলে পতেঙ্গা মালিক সমিতি এবং বাস মালিকদের সাথে কথা বলতে পারেন, এ ব্যাপারে মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও, তাদের নানান ব্যস্ততা দেখানোর অজুহাতে কথা বলতে আপত্তি করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply