১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৩/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি মেনে চলার অনুরোধ করলেন সিএমপি কমিশনার

     

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অভিজাত শপিংমল ‘কনকর্ড খুলশী টাউন সেন্টার’ থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় পুলিশ কমিশনার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেকের মাস্ক ব্যবহারের মাধ্যমে এই ভাইরাসের মহামারি থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি। আমাদের মানবিক পুলিশিং নামে একটি ইউনিট রয়েছে। এই ইউনিট মানবিক দিকগুলো নিয়ে কাজ করে থাকে। মাস্ক, লিফলেট বিতরণ মানবিক পুলিশিংয়েরই একটি অংশ। শীতের করোনার প্রকোপ বাড়ার সংশয় প্রকাশ করে তিনি আরো বলেন, শীত প্রায় চলে এসেছে সে সাথে করোনা সংক্রমণেরর ঝুঁকিও বাড়ছে। তাই আমরা ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য সেবা প্রতিষ্ঠান গুলোতে সরকারের নির্দেশিত ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি মেনে চলার অনুরোধ জানিয়েছি। ব্যবসায়ীরাও আমাদের আশ্বস্ত করেছে এ বিষয়ে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোস্তাক আহম্মেদ খান, উপ- পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত-উপ পুলিশ কমিশনার (উত্তর) নাদিরা নূর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ বোস্তামি জোন) পরিত্রান তালুকদার, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুজ্জামান, ওসি (তদন্ত) হুমায়ুন কবীর

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply