২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৪৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল হক-এর নাগরিক স্মরণসভা  ৫ সেপ্টেম্বর

     

মহান ’৭১ এর মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ও গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী আবদুল হক ২২ জুলাই ২০২০ইং, বুধবার ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। আগামী ৫ই সেপ্টেম্বর ২০২০ইং, শনিবার, বিকাল ৩.০০টায় মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল হক নাগরিক স্মরণসভা কমিটির উদ্যোগে কোরান খানি, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এম. এ. সালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। সম্মানিত আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনছুর চৌধুরী, দৈনিক সমকাল (চট্টগ্রাম) পত্রিকার ডিজিএম সুজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল হাশেম, রাজনীতিবিদ তপন চক্রবর্তী, জি, বা, শি, উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু জাফর। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল হক নাগরিক স্মরণসভা কমিটি চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ফেরদৌস। পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবু ও সমন্বয়কারী এম. নুরুল হুদা চৌধুরী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
Seen by M. Nurul Huda Chowdhury at 12:19 AM

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply