৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪৪/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

আনোয়ারার বারখাইনে বিলীনের পথে সার্কুলার সড়কের দুই পাশ, চলাচলে চরম দুর্ভোগ

     

 মুহাম্মদ রবিউল আলম রবিন আনোয়ারা  থেকে

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার গুরুত্বপর্ণ সার্কুলার সড়কের দু’পাশ বিলীনের পথে। ছোট বড় খানাকন্দক আর সড়কের দুই পাশ ভেঙ্গে সরু হয়ে আসছে সড়কের মূল অংশ । যার ফলে চলাচলে বেড়েছে চরম দুর্ভোগ । এ ছাড়াও সড়কের দুই পাশ বিলীন হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বাড়ছে ঝুঁকি আর অনিশ্চিয়তা। ঘটতে পারে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা।

সরোজমিনে দেখা যায়, তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেহাল দশা। ছোট বড় অসংখ্য খানাকন্দক ভরা। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল করে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ। এ ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ , মাদ্রাসা ছাত্র ছাত্রীদের এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয়।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় সকাল- সন্ধ্যা যাতায়তকারী ইয়াং ওয়ান গ্রুপের প্রায় ২০০ জনেরও বেশি শ্রমিক ও কর্মচারীদের।

আব্দুর রহিম নামে এক পথচারী বলেন, সড়ক নির্মাণ হলেও সড়কের নির্মাণ কাজ সঠিকভাবে না হওয়ায় অল্পদিনের মধ্যেই সড়কের দুই পাশে ভাঙ্গন দেখা দিয়েছে। গাড়ি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করা খুবই দুষ্কর । সবজি মৌসুমে এ সড়ক দিয়ে বাজারে ঠিকমতো কাঁচাপণ্য যানবাহন সহকারে নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য। তাই অন্য কোনো বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। সড়কটির সংস্কার নিয়য়ে ৬নং বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী সাকিলের সাথে যোগাযোগ করলে তিনি আশ্বাস দিয়ে বলেন, ভাঙনরোধে নতুন করে প্রকল্প হাতে আসলে ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত ভাঙন স্থান মেরামত করা হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, সড়ক সংস্কারের সময় ভাঙনরোধে মাটি দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অতিরিক্ত বৃষ্টি পানির চাপে মাটিসহ সড়কের দুই পাশে ভাঙন দেখা দিয়েছে। তাই ভাঙনরোধে নতুন করে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে স্থায়ী সমাধান করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply