৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৫৮/ সোমবার
মে ৬, ২০২৪ ২:৫৮ পূর্বাহ্ণ

নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী পবিত্র ঈদ-এ মিলাদুন্নাবী (দ.) সম্পন্ন

     

পূর্ব নাসিরাবাদ রুবি গেইটস্থ ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী সৈয়্যদুল আইয়াদ সকল ঈদের সরদার পবিত্র ঈদ-এ মিলাদুন্নাবী (দ.) ওষখাইনীর নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন গোলামে আহলে বাইতে রাসুল (দ.) মৌলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী ওষখাইনীর আল কুরাইশী (ম.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতী কাযী শাহেদুর রহমান হাশেমী (ম.জি.আ.)। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রেফেসর ড. জাফর উল্লাহ, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, মাওলানা নুরুল আবছার আলকাদেরী, মাওলানা সেকান্দর হোসেন আলকাদেরী, ড. খলিলুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবছার উদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা রায়হানুল ইসলাম আলকাদেরী, মাওলানা ওয়াহিদুর রহমান আলকাদেরী, মাওলানা জাহিদুল হক তালুকদার, মাওলানা আহমদ হোসাইন জিহাদী, মাওলানা মোজাম্মেল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবু মুছা কাদেরী, মাওলানা শরফুদ্দিন আকবরী, মাওলানা আমজাদ হোসাইন নূরী, মাওলানা আব্দুর রহমান নূরী, মোহাম্মদ ইয়াছিন আরফাত, মাওলানা গরিব উল্লাহ নূরী, হাফেজ শাহাদাত হোসাইন, মোহাম্মদ ইসমাইল আনসারী প্রমুখ। মাহফিলে সভাপতির বক্তব্যে মৌলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী বলেন, মানব জাতির মুক্তি ও হেদায়তের জন্য রহমত ও বরকত করে মহান আল্লাহ রাসুল (দ.) কে জমিনে পাঠিয়েছেন। তাঁর পবিত্র আবির্ভাবে সমস্ত জমিন কে করে দিয়েছেন মহান আল্লাহ তায়ালার এবাদতের উপযুক্ত। তাঁর পবিত্র সস্তার মাধ্যমেই মানব জাতিকে দিয়েছেন নামাজ, রোজা, ঈমান ও আমল। তাঁর মাধ্যমেই তাঁর উম্মতকে দিয়েছেন শ্রেষ্ঠ মহা পবিত্র গ্রন্থ আল কোরআন। নামাজ, রোজা, হজ্ব, যাকাত, ইমান, আমল সব কিছুই আল্লাহর নেয়ামত আর রাসুল (দ.) না হলে এই নেয়ামত হত না। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে সকল মুসলমানদের সচেতন হওয়া উচিত।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply