১০ মে ২০২৪ / ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০৭/ শুক্রবার
মে ১০, ২০২৪ ৮:০৭ পূর্বাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস : বিনামূল্যে ২১ হাজার টিকিট দিচ্ছে কাতার এয়ারওয়েজ

     

আরিফ মুহাম্মদ ইউসুফ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের বিনামূল্যে ২১ হাজার টিকিট দিচ্ছে কাতার এয়ারওয়েজ। চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কঠিন সময়ে বিশ্বজুড়ে শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানানোর অংশ হিসেবে কাতারের রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইন্স এমন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের শ্রেণিকক্ষে পাঠদানকারী, টিউটর, শিক্ষার্থী পরামর্শক, প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষকরাও এই অফার উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে এক ঘোষণায় বলা হয়েছে, সোমবার ৫ অক্টোবর কাতার সময় ভোর ৪টা থেকে এই অফারের বিভিন্ন গন্তব্যের ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট দেয়া শুরু করেছে কাতার এয়ারওয়েজ। তিন দিন ধরে অর্থাৎ আগামী ৭ অক্টোবর রাত ৩টা ৫৯ মিনিট পর্যন্ত টিকিটগুলো বিতরণ করা হবে।

শিক্ষকতায় যুক্ত ব্যক্তিরা অফারটি উপভোগ করতে www.qatarairways.com/ThankYouTeachers ওয়েবসাইটে ঢুকে একটি ফরম জমা দিয়ে নিবন্ধন করলে একটি প্রোমোশন কোড পাবেন। আগে আবেদনের ভিত্তিতে আগে টিকিট মিলবে।তথ্য সংগ্রহ Qatar Airways website and jago News.

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply