৭ মে ২০২৪ / ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:১৩/ মঙ্গলবার
মে ৭, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

আর,এ,কে কনসালটেন্সি কোম্পানি নামক মানব পাচার কারবারি ননি’কে গ্রেপ্তার করেছে টিম সিআইডি

     

 রানা সাত্তার

চট্টগ্রামের মানব পাচারের হোতা ও বহু মামলার আসামী ইফতেখার আহম্মদ খান (৪০) (প্রকাশ: ননি) কে গ্রেপ্তার করেছে টিম সিআইডি (চট্টগ্রাম) । বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সিআইডি ইন্সপেক্টর মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইফতেখার আহম্মদ খান ৪০ (প্রকাশ ননি) চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের কাজী বাড়ীর মৃত সালেহ আহম্মদ খানের পুত্র।গ্রেপ্তার হওয়া ননি রেয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির চৌধুরী ভিলায় বসবাস করতো। এ মানব পাচারকারী নিজেকে আর,এ, কে কনসালটেন্সি নামক কোম্পানীর পরিচালক দাবী করে আসছে। জানা যায়, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে সিইআইডি ও খুলশী থানা সূত্রে জানা গেছে।

এ সময় বাদী রফিক ও ওমর ফারুক সহ আরো ১০/১৫ জন ভুক্তভোগী এক সপ্তাহ আগে সিআইডি চট্রগ্রামকে অভিযোগ দিলে টিম সিআইডি তদন্ত করে তারপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১ জনকে ধৃত করা হয়েছে। এই মামলার তদন্ত অফিসার (সিআইডি) ইন্সপেক্টর মুহাম্মদ শরীফ জানান,তারা পুরাতন মানব পাচারকারী । তারা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় থেকে মক্কেল যোগাড় করে থাকে।তাদের নামে নগরীর বিভিন্ন থানাতে মামলা রয়েছে।এটি একটি চক্র।এই চক্রের সাথে আর কারা জড়িত তা আমরা বের করার চেস্টা করছি।দেশের সাইবার ক্রাইমসহ সকল অপরাধ ও মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিআইডি ইউনিট। গ্রেপ্তারের পর খুলশী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে বৃহস্পতিবার (নং-০৯) মামলা দায়ের করেছে পুলিশ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply