২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

সংবাদপত্রকে ভালবেসে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক দৈনিক আজাদী প্রতিষ্ঠা করেছিলেন

     

 

দেশের সংবাদপত্র শিল্পে অন্যতম অগ্রদূত দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুল খালেকের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ২০ জুলাই সোমবার চেরাগী পাহাড় মোমিন রোডস্থ বাদ আসর কদম মোবারক শাহী জামে মসজিদে স্মরণসভা ও মিলাদ মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, প্রাচীন ও দুঃসময়ে সংবাদপত্রকে ভালবেসে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক দৈনিক আজাদী প্রতিষ্ঠা করেছিলেন। বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক জনপ্রিয় আজাদী। এ পত্রিকা প্রকাশের মাধ্যমে সমাজের খুটিনাটি সমস্যা অভাব অভিযোগ সংবাদগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি। বক্তারা আরও বলেন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ধার্মিকতায় অনন্য ছিলেন সে চিন্তা থেকে দৈনিক আজাদী ভাষা আন্দোলন স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও বাহকতা বজায় রেখেছে। চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি এম.এ.আর.এস. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ও দপ্তর সম্পাদক মোহাম্মদ তিতাসের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে মিলাদ ও মুনাজাত করেন মাওলানা ইকরাম হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়–য়া, মাওলানা হাফেজ ইকবাল, মাওলানা সোলায়মান, মাওলানা সেলিম, মঞ্জুর হোসেন, আব্দুর রহমান, রবিউল হোসেন মঞ্জু, মোঃ সাঈদী, সরওয়ারুল আলম, কামাল হোসেন, মোঃ তিতাস, আলমগীর চৌধুরী, হারুন রশিদ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, কাজী মোহাম্মদ আইয়ুব প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply