২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

আলীকদমে ফরমালিনযুক্ত আম ভর্তি পিকআপ আটক

     

 প্রশান্ত দে , আলীকদম

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় বান্দরবানের আলীকদম উপজেলায় ফরমালিনযুক্ত আমের গাড়ি আটক করেছে সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে আমের গাড়িটি আটক করে আলীকদম সেনা জোনের সদস্যরা । পরে গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনা সূত্র জানায়, উপজেলার কুরুকপাতা ইউনিয়নের একটি আমের বাগান থেকে আম গুলো সংগ্রহ করা হয়। সেখানে রবি নামে অসাধু এক আম ব্যবসায়ী আমের গায়ে ফরমালিন স্প্রে করে। গোপনে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তগত হয়। পরে মাতামুহুরী ঘাট সেনা সদস্যরা চেকপোস্ট ফরমালিনযুক্ত আমের গাড়িটি আটক করে। এ বিষয়ে জোন জেসিও রফিকুল ইসলাম জানান, আটককৃত আমগুলো ফরমালিনযুক্ত কিনা পরিক্ষা করার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জানানো হয়। কিন্তু তাদের কাছে ফরমালিন পরীক্ষা করার কীট না থাকায় আমগুলো ফরমালিনযুক্ত কিনা পরিক্ষা করা সম্ভব হয়নি। জনতে চাইলে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পর্যায়ে ফরমালিন পরীক্ষা নিরীক্ষা করার জন্য এ জাতীয় কিট বরাদ্দ নেই। আমরা এ ধরণের অভিযোগ পেলে ঢাকাস্থ মহাখালী খাদ্য ইনস্টিটিউটে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সেম্পল পাঠিয়ে থাকি। এদিকে আলীকদম থানার এসআই রফিকুল ইসলাম বলেন। সেনাবাহিনীর আটককৃত ফরমালিনযুক্ত ১০৫ ক্যারেট আম ভর্তি পিকআপ জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপারকে আটক করা হয়। গাড়ি ও চালক-হেলপার থানা হেফাজতে রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply