২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:১২ পূর্বাহ্ণ

আলীকদম মাতামুহুরী রেঞ্জের অভিযানে কাঠ উদ্ধার! আটক ৪

     

প্রশান্ত দে আলীকদম
 বান্দরবানের আলীকদম উপজেলায় লামা বন বিভাগের আওতাধীন মাতামুহুরী রেঞ্জের অভিযানে মাতামুহুরী রিজার্ভ এলাকা থেকে কর্তনকৃত সেগুন কাঠ সহ চার জনকে আটক করেন ফরেস্টর। পরে তাদেরকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- তারেক(২৪)পিতা- শামসুল আলম, আব্দুল হাকিম(২৫) পিতা- আব্দুল মোতালেব, জমির(২২) পিতা- আলী হোসেন, রাসেল(২২) পিতা- রশিদ আহাম্মদ, সবাই ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়াড, মুক্তার সদ্দার্র পাড়ার বাসিন্দা।
মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল জানান- রবিবার (১৯জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে, আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মাতামুহুরী রিজার্ভ এলাকার, ভুজির মুখ নামক স্থানে বন প্রহরীদের সাথে নিয়ে অভিযানকালে ১৪পিস সেগুন কাঠ সহ চার জনকে আটক করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী রকিব উদ্দীন জানান- মাতামুহুরী রেঞ্জের অভিযানে চার জন কাট পাচারকারীকে আটক করে আমাদের হস্তান্তর করেন। আটককৃতদের বিরুদ্ধে বন বিভাগ মামলা দায়ের করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply