১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫৭/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দি ৪০ হাজার মানুষ

     

 

গোলজার রহমান সুন্দরগঞ্জ প্রতিনিধি
সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৮ হাজার ৯শ৩০ পরিবারের ৪০ হাজার মানুষ।
গত ৪ দিন থেকে একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা বন্যার পানির ঢলে উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানিতে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বন্যায় বেলকা, হরিপুর, কাপাশিয়া, শ্রীপুর, চন্ডিপুর, তারাপুর, শান্তিরাম ও কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ হাজার ৯শ৩০ পরিবারের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। বাড়ি-ঘরের ভিতর পানি থাকায় রান্নার অভাবে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন তারা। সরকারি ভাবে পানিবন্দী মানুষদের উদ্ধারের ব্যবস্থা না থাকায় অনেকেই পরিবার পরিজন, গবাদি পশু-পাখি নিয়ে বন্যা নিয়ন্ত্রন বেরি বাঁধ ও উঁচু স্থানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। তারা খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও জ্বালানী না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, উপজেলায় এ পর্যন্ত ৮ হাজার ৯শ৩০ পরিবারের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এরমধ্যে তারাপুর ইউনিয়নে ৫শ, বেলকায় এক হাজার ৮শ,হরিপুরে ৩ হাজার ৮০,কঞ্চিবাড়ীতে ২শ৫০, শ্রীপুরে ৩শ, চন্ডিপুরে ২শ৫০ ও কাপাসিয়া ইউনিয়নে ৩ হাজার ৩শ৫০ পরিবার পানিবন্দী হয়েছে। তবে সরকারি হিসাবের চেয়ে প্রকৃত পানিবন্দীর সংখ্যা আরো বেশী হবে বলে স্থানীয়রা জানান। দিন দিন পানি বন্দীর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান সদ্য করোনামুক্ত হওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে বন্যার্তদের মাঝে ৬০ মেঃটঃ চাল, ৫০ হাজার প্যাকেট শিশু খাদ্য, ২ লক্ষ ৭৫ হাজার টাকার শুকনো খাবার ও ৪৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে। অতিরিক্ত বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply