২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে আরও এগারো করোনাজয়ীকে শুভেচ্ছা ও ছাড়পত্র দিলেন স্বাস্থ্য কমপ্লেক্স

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে আরও এগারো জন করোনাজয়ীকে ফুলের শুভেচ্ছা ও ছাড়পত্র দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ফুলের শুভেচ্ছা ও ছারপত্র দেয়া হয়। করোনাজয়ী এগারো ব্যক্তি হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত
চিকিৎসক ডাঃ রবিউল ইসলাম (২৭), তার স্ত্রী ইয়াসমিন (২৪),  স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত (হারবাল সহকারি) হাবিবুর রহমান (৪৪), (ফার্মাসিস্ট) আব্দুর রাজ্জাক মিয়া (৩৩), তারাপুর ইউনিয়নের মৃত যোগেন্দ্রনাথ সরকারের ছেলে নারায়ণ চন্দ্র সরকার (৬০), পৌর সভার নজরুল ইসলাম (৪২), , সোনারায় ইউনিয়নের আঃ রশিদ মিয়া (৫০), দহবন্দ ইউনিয়নের ওসমান গণির ছেলে শাহজাহান মিঞা (৩৮), বামনডাঙ্গা ইউনিয়নের ফারুক আহম্মেদের স্ত্রী জেসমিন বেগম (২৭) ও মাহামুদ ইসলাম (৫৫)। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, স্বাস্থ্য সহকারি আঃ রউফ সরকার ও ক্যাশিয়ার এরশাদুল হক লিটন প্রমূখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য শুরু থেকে এখন মোট ২৬৪ জনের নমুনা পাঠানো হয়। পর্যায়ক্রমে ১৮২ জনের রিপোর্ট আসলে ১৮ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১ নারী মারা যান। এর আগে ৩ জন এবং আজ ১১ জন মোট ১৪ জনকে ফুলের শুভেচ্ছা ও ছাড়পত্র দেয়া হলো। বাকী আইসোলেসনে থাকা ৩ ব্যক্তি হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী লুতফুল হাসান, সাবেক এমপি আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা ও আনছার কর্মী আনোয়ারুল ইসলাম।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply