২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:১৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

সুন্নিয়ত ও সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার প্রচারে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) এর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে

     

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস, শেরে মিল্লাত মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ.) জীবনের সিংহভাগ দরসে হাদিসে ব্যয় করেছেন। শাহেন শাহে সিরিকোটি (রা.) প্রতিষ্ঠিত জামেয়া খিদমতের পাশাপাশি সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শ প্রচারে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বাতিলের চোখ রাঙ্গানোকে তিনি তোড়াই কেয়ার করে ঈমানী সাহস ও নবীজি (দ.) এর মুহাব্বতকে বুকে ধারণ করে চলতেন। তিনি ছিলেন ইসলামের বহুমুখী জ্ঞানের একটি জাহাজ যে জ্ঞানের সামনে খোদাদ্রোহী ও নবী-অলি বিদ্বেষীরা দাঁড়াতে পারতেন না। তাঁর মুনাজিরা, সুলিল কণ্ঠে বক্তব্য ও ক্ষুরধার লিখনী প্রজন্মের পর প্রজন্মকে ইসলামের সঠিক আক্বিদায় উজ্জ্বীবিত করেছেন। আজকের ক্রান্তিলগ্নে আল্লামা নঈমীর চিরবিদায় পুরো বিশ্ব মুসলিম মিল্লাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। আল্লামা নঈমী (রহ.) এর কর্ম এবং জীবনাদর্শই তাঁকে বাঁচিয়ে রাখবে।

আজ ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার নগরীর ষোলশহর আলমগীর খানকা ; শরীফে আন্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক চাহরম শরীফ উপলক্ষে আয়োজিত স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সংস্থার সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আল্লামা নঈমীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হক, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব এস.এম. গিয়াস উদ্দীন সাকের, প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান, আন্ধসঢ়;জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ. মান্নান, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি)’র সভাপতি আল্লামা হাফেজ সোলায়মান আন্ধসঢ়;সারী, মহাসচিব ও শায়কুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর মহাসচিব পীরে ত্বরীকত আল্লামা সৈয়দ মছিহুদদৌলা, আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম.এ. মতিন, জামেয়ার প্রধান ফকিহ মুফতি আল্লামা কাজী আবদুল ওয়াজেদ, আল্লামা শফিউল আলম নিজামী, ঢাকা কাদেরীয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলীম, ছোবহানীয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা হারুন উর রশীদচৌধুরী, নেছারিয়া কামিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দিন সিদ্দিকী, হালিশহর তৈয়্যবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল রিজভী, নাজির হাট কামিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ সৈয়দ খুরশীদ আলম, জামিরজুরি রজভীয়া সুন্নিয়া মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আহমদ হোসেন আলকাদেরী, জামেয়া মহিলা মাদ্ধসঢ়;সার অধ্যক্ষ ড. মাওলানা সরওয়ার উদ্দিন, শাহ্ধসঢ়;চাঁদ আউলিয়া কামিল মাদ্ধসঢ়;রাসার মুহাদ্দিস আল্লামা শহীদ উল্লাহ হোসাইনী, কালু শাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরী, কক্সবাজার তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন, উপাধ্যক্ষ মাওলানা ড. লিয়াকত আলী, উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, উপাধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, জামেয়ার প্রধান মাফাসসির আল্লামা ছালেকুর রহমান, মাওলানা আবুল আসাদ জুবায়ের, মাওলানা হাফেজ আনিসুজ্জামান, আল আমীন বারিয়া কামিল মাদ্ধসঢ়;রাসার অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, হাদ্দিসআনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পিয়ার মুহাম্মদ কমিশনার,মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এ. মোছাহেব উদ্দীন বখতিয়ার, দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দীন সবুর, উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াসিন হায়দরী, সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, মহানগর সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পু, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের অর্থ সচিব এড. সৈয়দ মোখতার আহমদ সিদ্দিকী প্রমুখ। মাহফিলের আগে বাদে জোহর হতে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন, খতমে বোকারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল, খতমে গাউসিয়া, মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তবারুক বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply