২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড এর এমএলএম ব্যবসার নামে প্রতারনা, ড্রাগ অ্যাক্টে ২ লাখ টাকা জরিমানা

     

নগরীর কাজির দেউড়িস্থ ভিআইপি টাওয়ারের এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড. কম প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব,নকল হ্যাক্সিসল এমএলএম এর মাধ্যমে বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। আজ ১১জুন এক  অভিযানে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে ২ লাখ টাকা জরিমানা ও সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ট্রেইনার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ২ লাখ টাকা সমমূল্যের নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব,নকল হ্যাক্সিসল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার ১১ জুন সকাল ১১;০০ থেকে কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের ৩য় তালায় এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড. কম প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসেন এম ইমরান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার জানান, আজকে এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড.কম প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। প্রতিষ্ঠানটি নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব,নকল হ্যাক্সিসল এমএলএম এর মাধ্যমে বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করে আসছে। এসব অভিযোগ আমলে নিয়ে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব,নকল হ্যাক্সিসল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ বি ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে একই প্রতিষ্ঠানে স্পোকেন কোর্স ও ডিজিটাল মার্কেটিং কোর্স চালু রাখার দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ট্রেইনার কে ৫০০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জব্দ করা নকল পন্য গুলোর ডার নাম্বার ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোন অনুমোদন নেই। এরা মুলত জনগনের সাথে প্রতারনা করছে। এদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রামের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

প্রসংগত গতকাল এই সংক্রান্ত নিউজ বাংলাপোস্টবিডি.কম- এ সম্প্রচার করা হয়।https://www.banglapostbd.com/news/68242

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply