২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:২৭ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৬ জন

     

দেশে বুধবার (৬ মে) থেকে বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৭০৬ জন রোগী শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৯১০ জন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

গতকাল বুধবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৭৯০ জন। এর আগেরদিন মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন ৭৮৬ জন। এছাড়া গত সোমবার ৬৮৮ জন; গত রবিবার ৬৬৫ জন; গত শনিবার ৫৫২ জন এবং গত শুক্রবার ৫৭১ জন নতুন করে শনাক্ত হয়েছিলেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply