২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৪৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:৪৩ পূর্বাহ্ণ

হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে চসিক মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী

     

সহায় সম্বলহীন নগরীর হত দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ভালোবাসার খাদ্যসামগ্রী বিতরন করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ বুধবার নগরীর মাঝিরঘাট এলাকার অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ও গরীব, দুঃখী, অসহায় মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। কোন প্রকার হুমকি, ষড়যন্ত্র তাঁকে দেশের উন্নয়নের লক্ষ্য থেকে একচুলও বিচ্যুত করতে পারেনি। অদম্য সাহস নিয়ে, দুরদর্শী নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনায় তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আজ সারা বিশ্ব এক কঠিন সংকটের মুখে। মহামারী করোনায় সারাবিশ্বে লক্ষাধিক মানুষের প্রাণ সংহার হয়েছে। ভয়ংকর এ করোনার আক্রমন থেকে বাঁচতে মানুষের কর্মকান্ডে স্থবিরতা নেমে গেছে। অর্থনীতির চাকা প্রায় অচল হয়ে পড়েছে। স্তব্দ মানুষের উপার্জনের সমস্ত পথ। এমন কঠিন পরিস্থিতিতে মানুষকে বিপদজনক করোনা থেকে মুক্ত মানুষকে ঘরে রেখেই দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগে বাংলাদেশ খাদ্য ঘাতটির দেশ ছিল। বিভিন্ন এলাকায় মঙ্গা দেখা দিত, না খেতে পেয়ে মানুষ মারা যেত। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বলেই, উদ্বৃত্ত খাদ্য মজুদ রয়েছে বলেই এ দুর্দিনে তাঁর নির্দেশনা মোতাবেক আমরাও যার যার সামর্থ্য অনুযায়ী খাদ্য সহযোগিতা আমরা আপনাদের কাছে পৌছাতে পারছি। করোনা পরিস্থিতিতে দেশের মানুষের জীবন রক্ষায় গৃহিত পদক্ষেপ উন্নত বিশ্বের রাষ্ট্র প্রধানরাও প্রশংসার দৃষ্টিতে দেখছেন। মাত্র দুই তিন ঘন্টা বিশ্রামও তিনি পুরোপুরো নিতে পারেন না। মানুষের কল্যানের জন্য, মানুষের জীবন রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে বিপর্যয়ের আশঙ্কা থেকে মুক্ত রাখতে তিনি তাঁর পর্যাপ্ত ঘুম পর্যন্ত হারাম করে দিয়েছেন। করোনা মুক্ত থাকতে যথাসম্ভব ঘরে থাকুন, সতর্ক থাকুন। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply