২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত ১৪ হাজার

     

চীন, ইতালি ও স্পেনের পর করোনা পরিস্থিতি নিয়ে এবার নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ছাড়া প্রতিদিনই মৃত্যু হচ্ছে অসংখ্য মানুষের। আর এসব কারণেই করোনায় তৈরি হওয়া বৈশ্বিক মহামারির পরবর্তী কেন্দ্র হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩৪৭ জনে। দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে করোনা রোগের বিস্তার ঘটেছে বেশি। করোনা ভাইরাস ঠেকাতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন এবং ইতালির পর যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply