২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪৩/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ

হেফাজত আমীরকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে

     

ফয়সাল মাহমুদ হাটহাজারী থেকে

দর্শনার্থীদেরকে হাসপাতালে ভীড় না করতে অনুরোধ করেছেন চিকিৎসকরা। চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন দেশের শীর্ষ ও প্রবীণ আলেম হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)কে বিশেষায়িত এম্বুলেন্স হেলিকপ্টার যোগে আজ (৬ জুন) মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকায় আনা হয়েছে। বর্তমানে হযরতকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের ভর্তি করে আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজগর আলী হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরল হুদার তত্ত্বাবধানেই হেফাজত আমীরকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা দর্শনার্থীদেরকে হাসপাতালে ভীড় না করতে বার বার অনুরোধ করেছেন। কারণ, এতে চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। হেফাজত আমীরের শয্যাপাশে তার বড় পুত্র মাওলানা মুহাম্মদ ইউসুফ এবং একান্ত সচিব মাওলানা শফিউল আলমসহ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় রয়েছেন।

দেশের আলেম সমাজ ও তৌহিদী জনতার কান্ডারী হেফাজত আমীরের দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ হায়াতে তাইয়্যেবার জন্য সকলের বিশেষভাবে দোয়া-মুনাজাত কামনা করছি।।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply