২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:০৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:০৬ পূর্বাহ্ণ

স্রোত’র মাদকবিরোধী র‌্যালী মাদকবিরোধী আন্দোলনে অগনিত মাদকাসক্ত খুঁজে পেয়েছেন নতুন জীবনের সন্ধান

     

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র “  স্রোত ’ এর উদ্যোগে এক মাদকবিরোধী র‌্যালী অদ্য ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ষোলশহর ২ নং গেইটস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। “ স্রোত’ এর নির্বাহী পরিচালক মুরিদুল আলম লিটনের নেতৃত্বে উক্ত র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ ’ স্রোতর পরিচালক মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে মুরিদুল আলম লিটন বলেন, মাদক একটি সমাজিক ব্যধি। সম্বিলিত প্রচেষ্টায় এ ব্যাধি রোধ করা সম্ভব। তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে পাশে থাকতে হবে। স্রোতের মাদকবিরোধী আন্দোলনের অংশ হয়ে অগনিত মাদকাসক্ত খুঁজে পেয়েছেন নতুন জীবনের সন্ধান। বক্তব্য রাখেন, স্রোত পরিবারের সদস্য মো. রুবেল, মো. রাকিব, মো. জয়, মো. জামাল, মো. শাহীন, মো. রানা প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply