২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

জীনব প্রদীপ নিভে যাবে,মঙ্গল প্রদীপ জ্বলতেই থাকবে: নুরুজ্জামান আহমেদ

     

ফারুক আলম,লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মায়ের তরী সংগীত বিদ্যালয়ের অায়োজনে অনুষ্ঠিত হল লোকসঙ্গীত উৎসব ২০১৭।
ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক,লেখক ও সাংবাদিক সাহরিয়ার কবিরের উদ্ভোধনে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।এবং আমন্ত্রীত অতিথি ছিলেন নরওয়ে থেকে আগত ওয়েরা সেটার সহ ৩ জন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার বক্তৃতায় বলেন,মানুষের আত্ম শুদ্ধি সাহিত্য-সংস্কৃতি মাধ্যে হতে পারে,তিনি আরও বলেন,জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু মঙ্গল প্রদীপ জ্বলতেই থাকবে।

ওয়েরা সেটার বলেন,আপনারা হয়তো জানেন না! আপনাদের এই দেশে কত সম্পদ লুপ্ত অবস্থায় আছে।আমি ২০ বছর আগে আপনাদের দেশে এসে মুর্শিদীগানের প্রেমে পড়ে যাই।আপনাদের এই সম্পদ নিয়ে আমি কাজ করছি এবং করতে চাই।

অতিথিদের মধ্যে আরও ছিলেন,মহামাণ্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী,জেলা প্রশাসক আবু জাফর,পুলিশ সুপার রশিদুল হক।

উক্ত অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন কলকাতার স্বপন দাস বাউল।বাংলাদেশের লুবানা ইয়াসমিন দোয়েল সহ অন্যান্য শিল্পিরা।

অনুুষ্ঠানটি বেলা ১১ টায় মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু করে ১:৩০ মিনিটে উদ্ভোদন করেন সাহরিয়ার কবির।এরপর সংগীত পরিবেশন শুরু হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply