২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৫১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ

১৪ ও ১৫ জানুয়ারী আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:) বার্ষিক ওরশের প্রস্তুতি সভা

     

শাহ্ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অলিয়ে কামেল, সুলতানুল ওয়ায়েজিন, আমিরুল হুজ্জাজ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:)’র ৩য় বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২৯ নভেম্বর ওয়াজেদিয়াস্থ মাজার কমপ্লেক্সে হুজুরের বড় সাহেবজাদা শাহ্ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইয়াছিন মাহমুদ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন আল্লামা খায়রুল বশর হক্কানী, মাওলানা নুর মুহাম্মদ ছিদ্দিকী, শাহজাদা শরফুদ্দিন মুহাম্মদ শাহিন, মাওলানা হাবিবুর রহমান সর্দার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কফিল উদ্দিন খান, শাহজাদা তৌহিদুল আলম আলকাদেরী, আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন, আলহাজ্ব আকতার হোসেন, আলহাজ্ব জসিম উদ্দিন, শাহ্ আমানত হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব সাইফুদ্দিন জহুর, আলহাজ্ব মহিউদ্দিন জহুর। মাওলানা লিয়াকত আলী নোমানী’র সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাহ্ আমানত হজ্ব কাফেলার মুয়াল্লিমগণ ও আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মূল্যবান পরামর্শ মূলক বক্তব্য দেন।

সভায় আগামী ১৪ জানুয়ারী মঙ্গলবার ১ম দিবসে সকাল ৯টায় বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দের পরিচালনায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, ২টায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৪টায় ক্বিরাত হিফজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, বাদে মাগরিব ডকুমেন্টারি ভিডিও প্রদর্শনী ও মিলাদ মাহফিল, রাত ৮টা হতে সারারাত ব্যাপী হাম্দ, না’ত ও জিকির মাহফিল। ১৫ জানুয়ারী বুধবার ২য় দিবসে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে বুখারি শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দঃ), বাদে মাগরিব হিফজখানা ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান, বাদে এশা আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:)’র জীবন-দর্শন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ মাহফিল ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ করা হবে। অনুষ্ঠানে ২দিন ব্যাপী ওরশে দলে দলে যোগদান করার জন্য আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:) ফাউন্ডেশনের পক্ষ হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply