২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৩২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ

ইসলাম পৃথিবীর সকল মানুষকে সম্মান ও শ্রদ্ধার কথা বলে

     

মাইজভাণ্ডার হযরত গোলামুর বাবা ভান্ডারী (কঃ)’র খলিফা অলিয়ে কামেল শাহ্সুফি হযরত আলী হোসেন শাহ্ মাইজভান্ডারি (রহঃ)’র ৬৯তম পবিত্র বার্ষিক ওরস শরীফ ২৮ ডিসেম্বর সোমবার রাউজান উত্তর সর্ত্তা দরগাহ প্রাঙ্গনে দরবারে আলী হোসেন শাহ্ (রহ.)’র ব্যবস্থাপনায় ও মোতওয়াল্লী মুহাম্মদ আবিদুর রহমানের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আজিমুশ্মান নূরানী মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হযরত আলী হোসেন শাহ্ (র.) জামে মসজিদের খতিব আল্লামা ওবাইদুন নাছের নঈমী। দরবারের আওলাদদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন। এতে প্রধান বক্তা ছিলেন খিরাম নুরুল উলুম আহমদিয়া রজভিয়া মাদ্রাসার আরবী মুর্দারিস মাওলানা মুহাম্মদ আবুল বশর মাইজভান্ডারী। তাকরীর পেশ করেন মাওলানা ওয়াহিদুর রহমান মাইজভান্ডারী, মাওলানা মুনছুর উদ্দীন নেজামী, মাওলানা নেজাম উদ্দীন তৈয়্যবী, কারী মাওলানা মুহাম্মদ শহিদুল আলম। অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল কাসেম, মুহাম্মদ মঈন উদ্দীন, মুহাম্মদ সাহাবুদ্দীন সওদাগর, আহমদ কবির, মুহাম্মদ ফরিদ উদ্দীন, এয়ার মুহাম্মদ, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ আনা মিয়া, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মুছা, মুসলিম উদ্দীন, মুবিনুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম। ইসলাম পৃথিবীর সব মানুষকে সম্মান ও শ্রদ্ধা করার কথা বলে। ইসলাম মানবতার জয়গানের কথা বলে। বক্তারা আরো বলেন, বর্তমানে ইসলামের নাম ভাঙ্গিয়ে ও কোরআন-সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে একটি সালাফী মতার্দশী গোষ্ঠী উগ্রবাদী তৎপরতা ও মানুষ হত্যার মিশনে নেমেছে। অথচ ইসলামে উগ্রতা ও মানব হত্যা কঠোর ভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ উগ্র মতাদর্শী সালাফিদের দমনে বক্তারা সাংগঠনিকভাবে জোর তৎপরতা চালানোর অনুরোধ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply