২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৩/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

৩৫কি:মি: গতি তে ঘূর্নিঝড় মোরা আঘাত করেছে চট্রগ্রামের উপকূল এলাকায়

     

 

হোসেনবাবলা:৩০মে(দুপুর০১.০০মি)
বন্দর-পতেঙ্গা,ইপিজেড এলাকার বেশ কয়েকটি ক্ষয় ক্ষতির দৃশ্য,সাগর উত্তাল জোয়ারের পানি ভাঙ্গা বেড়ীবাধঁ দিয়ে গড়িয়ে শহরে প্রবেশের আশংকা….!
গতকাল রাত্র থেকে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্র গুলোতে কোন খাবার না পৌছানোর অভিযোগ পাওয়া গেছে। অনেকেই রোজা রেখেছে শুধু মাত্র পানি পান করে।
জড়ো বাতাসের জন্য লোকজন বাইরে বের হতে পারছেন না,আর থেমে থেমে জড়ো বৃষ্টি হচ্ছে।
উপকূল এলাকায় এখানো১০নং বিপদ সংকেত বলবৎ আছে বলে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছেন।ভোর রাত্র থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুত নাই বন্দর-পতেঙ্গা,ইপিজেড এলাকায়।
তবে গভীর রাতে আশ্রয় কেন্দ্র গুলোতে উপকূল এলাকার লোকজন কে নিরাপদে আনেন জেলা প্রশাসন ও স্থানীয় সাংসদ এম.আব্দুর লতিফের লোকজন ও স্থানীয় কাউন্সিলর প্রতিনিধিরা

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply