২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

আলোকচিত্র সাংবাদিক বায়েজীদ আকতারের ‘রোহিঙ্গা: দি স্টেটলেস রিফিউজিস ইন বাংলাদেশ শীর্ষক ফটো এ্যালবাম প্রকাশনা উৎসব কাল

     

আগামী ২রা নভেম্বর ২০১৯ বেলা ৩:৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোকচিত্র সাংবাদিক বায়েজীদ আকতারের (Bayazid Akter)  ‘রোহিঙ্গা: দি স্টেটলেস রিফিউজিস ইন বাংলাদেশ’ (Rohingya: the stateless refugees in Bangladesh) শীর্ষক ফটো এ্যালবামের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান, অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ। বিশেষ অথিতি হিসেবে উপস্হিত থাকবেন, এডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রিয়াজ আহমদ, নির্বাহী সম্পাদক ,ঢাকা ট্রিবিউন, নিলুফার বেগম, নির্বাহী পরিচালক, সোসাইটি  ফর আরবান এন্ড রুরাল এডভান্সমেন্ট (সুরা) ও সৈয়দা আফরিন আলী, পরিচালক, ইজ্জা গ্রুপ।

আলোকচিত্র সাংবাদিক বায়েজীদ আকতার দীর্ঘ দিন দেশের বিভিন্ন বাংলা ও ইংরেজী জাতীয় দৈনিকে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ করেছে।বর্তমানে প্যাসিফিক প্রেস এজেন্সী তে আলোকচিত্রী হিসেবে কাজ করছে। বায়েজীদ  ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করেছে। তার মধ্যে থেকে বাছাইকৃত ৮৯ টি সাদা-কালো আলোকচিত্র  ‘রোহিঙ্গা: দি স্টেটলেস রিফিউজিস ইন বাংলাদেশ’ শীর্ষক ফটো এ্যালবামে স্থান পেয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply