২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

রং তুলির মাধ্যমে ছোট আঁকিয়েরা রবীন্দ্রনাথকে জানতে পারবে – আজাদুর রহমান

     

 

রং তুলির মাধ্যমে ছোট আঁকিয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে পারবে। সংগীত ও সাহিত্যচর্চা ছাড়াও রং তুলির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার জন্য ক্ষুদে শিল্পীরা রং তুলি নিয়ে শিল্পকলায় উপস্থিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদিনব্যাপী রবীন্দ্র সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের যুগ্মসচিব আজাদুর রহমান মল্লিক উপরোক্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের কালচারাল অফিসার মোসলেম উদ্দীন। অরুন চন্দ্র বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদ লায়ন সুজিত দাশ অপু, সাংস্কৃতিক সংগঠক প্রণব রাজ বড়ুয়া, কয়ার বন্ধু সুজিত চৌধুরী মিন্টু, সবির আহামদ, হানিফুল ইসলাম, নার্গিস ফাতেমা, সালমা আক্তার শিলা, মোহাম্মদ হোসেন প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply