২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:০২/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

আদর্শিক কর্মির মৃত্যু নেই – আমিন

     

নিজস্ব প্রতিনিধি
স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের নির্মমভাবে নিহত শহীদ হাসানুল করিম মানিক এবং সন্ত্রাসী চক্রের হাতে নিহত শহীদ রবিউল হোসেন বেলাল ও এম.ই.এস কলেজ ছাত্রসংদের সাবেক জি.এস মঈনুল করিমের স্মরণে বেলাল-মানিক-মঈনুল স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভা মঙ্গলবার বিকাল ৫টায় লাভ লেইনস্থ স্মরনিকা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক ও এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস হেলাল আকবর চৌধুরী বাবরের সভাপতিত্বে এবং এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক কংকনের সঞ্চালনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আলহাজ্ব মামুন উর রশিদ মামুন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান, প্রয়াত ছাত্রনেতা মঈনুল করিমের ভাই রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা মিথুন বড়ুয়া, শাহনেওয়াজ চৌধুরী, সরফরাজ নেওয়াজ মাসুদ, এ.এম. কুতুব উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, শিবু প্রসাদ চৌধুরী, পংকজ রায়, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, হাবিবুর রহমান তারেক, মেজবাহ উদ্দিন মোরশেদ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইয়াছিন আরাফাত কচি, রাহুল বড়–য়া রুমেল, নগর ছাত্রলীগ সহ-সভাপতি একরামুল হক রাসেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, চট্টগ্রামের ওমরগণি এম.্ই.এস কলেজ বাংলাদেশ গণতান্ত্রের সংগ্রামে এক ঐতিহ্যবাহী পীঠস্থান। স্বৈরাসার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনে এ কলেজে ছাত্ররা অকাতরে জীবন দান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী নেতা সাইফুদ্দীন রবি, চন্দন ধর, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর জহরলাল চৌধুরী, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছগীর আহমদ, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ বাহাদুর, জসীম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহাজাহান চৌধুরী, সীমান্ত তালুকদার, আবদুল্লাহ আল মামুন, মো. সেলিম উদ্দিন, সাবেক ভি.সি মো. ইউনুছ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply