৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪৭/ রবিবার
মে ৫, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে টিভি চ্যানেলের সম্প্রচার – তথ্যমন্ত্রী

     

আগামী পহেলা অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন- অ্যাটকো’র নেতাদের বৈঠকের পর এ কথা জানান তিনি।

আজ বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টায় নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন-অ্যাটকো নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সংগঠনটির সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ অ্যাটকো নেতারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে টেলিভিশন শিল্পের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন সংশ্লিষ্টরা।

তিন মাসের পরীক্ষামূলক সম্প্রচার শেষে, আসছে ১ অক্টোবর থেকে সব টেলিভিশন চ্যানেল একযোগে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে।

ওইদিন সুইচ চেপে উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অ্যাটকো নেতারা।।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply