২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ

নজরুল স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পতেঙ্গা সমুদ্র সৈকতে নজরুল স্মৃতি স্তম্ব নির্মাণের দাবী

     

 

আজ ২৭ আগষ্ট মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নজরুল সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও অরবিট ক্র্যাডিট স্কুল এন্ড কলেজের সহ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবী।

চট্টগ্রামে নজরুল ও নজরুল চর্চায় বাংলাদেশ শীর্ষক একটি লিখিত প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক একেএম আবু ইউসুফ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক দিদারুল আলম, নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুর হোসেন, আবিদুর রহমান, সুজন বড়ুয়া, কৈলাশ চাকমা, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ আবদুর রহিম, হাজেরা খাতুন, মহিউদ্দিন চৌধুরী, কাজী তৌহিদ নেওয়াজ, আবদুল্লাহ আল মামুন, রিদোয়ান আহমদ, ফারুল আকতার, মাওলানা আবদুল হালিম প্রমূখ। সভায় বক্তারা বলেছেন, নজরুল স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পতেঙ্গা সমুদ্র সৈকতে নজরুল স্মৃতি স্তম্ব নির্মাণ করে তাঁর স্মৃতি সংরক্ষণ করা সময়ে দাবী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চট্টগ্রামে এসেছেন একাধিকবার। অসম্প্রদায়িক মানব প্রেমিক, মানবতাবাদী ও দেশ মাতৃকার জন্য বিদ্রোহী চেতনার মূর্ত প্রতীক হিসেবে বাঙালীর জাতীয় জীবনে কবি কাজী নজরুল ইসলাম অমর হয়ে থাকবে। স্বাধিকার আন্দোলন, দেশ রক্ষা আন্দোলন, মাতৃভাষা আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন সর্বোপরি মানুষ ও মনিষত্ববোধের জয়ের জন্য কাজী নজরুল ইসলাম এর কালজয়ী লেখা ও কাব্য কবিতা এখনো মানুষের বিবেককে নাড়া দেয়। ক্ষুদ্র থেকে উঁচু এবং আসমান থেকে জমিন সৃষ্টির প্রায় শাখা প্রশাখায় কাজী নজরুল ইসলামের লেখা মানুষকে আলোকিত পথ দেখায়। মানবতাবাদী চিন্তা চেতনার অসাম্প্রদায়িক কবি কাজী নজরুল ইসলামের বাণী ও কবিতার প্রতি প্রজন্মের পর প্রজন্ম অনুরাগী ছিলেন এবং থাকবেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply