৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪১/ সোমবার
মে ৬, ২০২৪ ৩:৪১ পূর্বাহ্ণ

কাশ্মীরের আযাদীর সংগ্রামের সাথে সংহতি জানিয়ে ঢাবিতে আযাদীয় সিনেমা প্রদর্শন

     

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। গত তিন সপ্তাহ ধরে কাশ্মীর অবরুদ্ধ হয়ে আছে। এ প্রেক্ষিতে কাশ্মীরের আযাদী নিয়ে আমাদের মধ্যকার ধারনা মজবুত করতে এবং সক্রিয় রাজনৈতিক অবস্থান নেবার তাগিদ জোরদার করতে আজ (২৬ জুলাই)’ জোনাকি গলির কারখানা’ নামে একটি সংগঠন কাশ্মীর নিয়ে কয়েকটি ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম দেখানোর আয়োজন করেন। আয়োজনে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। উক্ত আয়োজনে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা দেশটির কেন্দ্রীয় সরকার তুলে নেওয়ার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। জম্মু-কাশ্মীরের এমন পরিস্থিতিতে কাশ্মীরের আযাদীর সংগ্রামের সাঙ্গে সংহতি জানানো অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কাশ্মীরের আযাদীর সংগ্রামের সাথে বাংলাদেশ সাংবিধানিক ভাবে যুক্ত হওয়াটা ন্যায্য। আমাদের সংবিধানে আছে, পৃথিবীর যেখানে কোন নির্যাতিত, নিপীড়িত সংগ্রাম হবে তার সাথে বাংলাদেশ সংহতি জানাবে। তিনি আরো বলেন, কাশ্মীর, সিকিম, ভুটান এই অঞ্চলগুলোর অভিজ্ঞতা বলছে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকার জন্য পরিস্থিতি উদ্বেগজনক। ফলে এই দেশগুলোর নিজেদের স্বার্থে কাশ্মীরের আযাদীর সংগ্রামের সাথে সংহতি জানানো অনিবার্য। আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি (সহ সভাপতি) নুরুল হক নূর বলেন, ডাকসু সবসময় সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের সংবিধানে বলা আছে, বাংলাদেশের মানুষ বা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ঔপনিবেশিকবাদ বর্ণবাদ এগুলোর বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত মানুষের পক্ষ অবলম্বন করেছে। সুতরাং সাংবিধানিক জায়গা থেকেও আমরা নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। ভারতে প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন এর সুষ্ঠু সমাধান করে। একই সঙ্গে তিনি কাশ্মীর বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, এখানে যেন বসনিয়া বা মিয়ানমারের মতো জাতিগত নিধনের চেষ্টা না করা হয়। সেজন্য বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে যে, এ বিষয়ে উদ্বিগ্ন এবং ওয়াকিবহাল থাকা। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সভাপতি আবু রায়হান বলেন, প্রত্যেকেরই স্বাধীনতা চাওয়ার অধিকার রয়েছে। আমরাও ব্যাপক আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করেছি। আমরা সবসময় নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান করবো। সিনেমা প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি (সহ সভাপতি) নুরুল হক নূর, ছাত্র ফেডারেশনের সভাপতি আবু রায়হান খান, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আহনাফ আতিক অনিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আলমগীর হাসান সুজনসহ আরো অনেকে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply