২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩২/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৬:৩২ পূর্বাহ্ণ

দক্ষিণ হালিশহরের সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের অভিষেক কমিটি (২০১৯-২০২১)নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান

     

দক্ষিণ হালিশহরের সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের অভিষেক কমিটি (২০১৯-২০২১)নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান ২৫আগস্ট রোববার রাত্র সাড়ে ৮টায় আকমল আলী রোডস্থ মন্দির প্রাঙ্গনে প্রধান উপদেষ্টা শ্রী ডাঃ পরিমল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সদস্য বাবু দিবাকর শিয়ালীর সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে (২০১৯-২০২১)নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজি জিয়াউল হক সুমন।এসময় মহান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড যুবলীগ সাঃসম্পাদক- মোঃ সেলিম রেজা, প্রধান বক্তা ছিলেন সিইপিজেডস্থ শ্রী শ্রী কৃষঞ মন্দিরের সভাপতি বাবু শ্রী চন্দ্রাশিষ ভট্টাচার্য্য আশিষ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিঃইউনিট আঃলীগ প্রচার সম্পাদক- মোঃ কাউসার হোসেন কাঞ্চণ মোল্লা,সাহিত্য ও সাংস্কৃতি সংগঠক বাবুল হোসেন বাবলা। অভিশেষ অনুষ্ঠানের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সভাপতি শ্রী আশিষ দাশ,সাঃসম্পাদক নিউটন হাওলাদার.পবিত্র গীতা পাঠ করেন-শ্রী উত্তম চন্দ্র হাওলাদার।
সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের ৫১সদস্য বিশিষ্ট কমিটিতেযারা নির্বাচিত হলেন- সভাপতি শ্রী আশিষ দাশ,সাঃসম্পাদক নিউটন হাওলাদার,সহ-সভাপতি বিল্পব অধিকারী,সহ-সাঃসম্পাদক-সুজন চন্দ্র দাশ,অথ-সম্পাদক শিমুল ধর,সহ-অর্থ সম্পাদক গোবিন্দ হাওলাদার,সাংগঠনিক সম্পাদক-তরুণ চন্দ্র মল্লিক,সহ- সাংগঠনিক সম্পাদক-গৌতম পাইক,ননী গোপাল,দপ্তর সম্পদক-রতণ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক-দিবাকর শিয়ালী,সহ- সাংস্কৃতিক সম্পাদক উত্তম চন্দ্র হাওলাদার,প্রচার সম্পাদক- তাপস হাওলাদার,ধর্ম বিষয়ক সম্পাদক-সুধাংসু কুমার কুলু, মহিলা বিষয়ক সম্পাদিকা-রিক্তা রানী,কার্য্যকরী সদস্য- তুপ চন্দ্র হাওলাদার কে নির্বাচিত করে ২বছরের মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সুমন বলেন, ধর্ম যার যার আর প্রকৃত উৎসব সবার। এতে কারো কোন মতভেদ থাকতে পারে না। আর সকলই ধর্মের বাণী একটাই শান্তি বা কল্যাণ। মানব কল্যানে সকল ক্জাই প্রকৃত ধর্ম।আসুন ধর্মীয় ডামাডোল তুলে প্রকৃত মানব সেবা থেকে যেন দূরে সরে না যাই।
পরিশেষ মন্দিরে এক প্রসাদ ভোজন ও ধর্মীয় কৃত্তণ পরিবেশন হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply