২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩১/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজের চট্টগ্রাম বন্দরে আগমন

     

চট্টগ্রাম, ২৩ মে ২০১৭

 

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আজ মঙ্গলবার (২৩-০৫-২০১৭) সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে। জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান চীনা নৌ সদস্যদের স্বাগত জানান।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির উধর্¡তন কর্মকর্তাসহ স্ব-স্ব জাহাজের অধিনায়কগণ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরসহ চট্টগ্রামস্থ নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এয়াড়া, সফরকারী জাহাজসমূহের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লি¬উটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল – আশার আলো ও চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। চীনা নৌবাহিনীর এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়দার হবে বলে আশা করা যায়।
এর আগে, জাহাজ তিনটি দেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান ও প্রত্যয় তাদের অভ্যর্থনা জানায়। উল্লে¬খ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ২৬ মে ২০১৭ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে বলে আশা করা যাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply