২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

নাড়িরটানে বাড়ি ফিরছে চট্টগ্রামের ঘরমুখো মানুষ

     

আরমান হোসেন                                                                                                                                                          বাণিজ্য নগরী চট্টগ্রামের হাজারও কর্মজীবী ও ব্যবসায়িরা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে। (১০ আগস্ট)শনিবার দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেঁতুর বাস স্টেশনে হাজারও ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম রেল স্টেশনেও ছিল হাজারও মানুষের ভিড়। চট্টগ্রাম নগরীর কর্মজীবী,ব্যবসায়ীদের অফিস ও দোকানপাট আজ থেকে ছুটি হওয়ায় আজ একযোগে বাড়ি ফিরছে হাজারও মানুষ।এতে, নগরীর বিভিন্ন জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরা যাত্রীরা বাংলাপোস্টবিডিকে জানান, নির্ধারিত বাড়ার চেয়ে বাড়তি বাড়া আদায় করছে ড্রাইভাররা। এদিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী সেঁতু এলাকায় বাসের বাড়তি বাড়া রুখতে চট্টগ্রামের নির্বাহি ম্যাজিস্ট্রেট এস.এম মঞ্জুরুল আলম অভিযান পরিচালনা করেন। তিনি জানান,যাদের বিরুদ্ধে বাড়তি বাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন স্হানে ঘরমুখো মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply