২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ

বড় বড় দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় পটিয়ার চিত্র পাল্টে গেছে

     

 

 

পটিয়ার আশিয়া ইউনিয়নে বিপীন বিহারী নন্দী সড়কে ৩৭৭৬ মিটার চেইনেজে ২২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার নব-নির্মিত মুসলিম খাঁ ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বিকালে এ ব্রীজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাপুর রহমান মনজুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) সাব্বির রহমান সানি, পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, বর্তমান সাধারণ সম্পাদক পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, হুইপের একান্ত সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত, পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলম, আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম, উপজেলা আ.লীগের সহ সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুগ্ন-সম্পাদক আলমগীর খালেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোর্শেদ, এড.বেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা আ.লীগ সদস্য মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম শামীম, উৎপল সরকার রাজু, মাইনুল হক রাশেদ, মো. নজরুল, তাজুল ইসলাম, আমজাদ হোসেন, মীর আবদুর রহমান, ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী ,আহমদ নুর, নিকাশ বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, দৃশ্যমান বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ায় পটিয়ার চিত্র পাল্টে গেছে। বড় বড় রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন, কমিউনিটি ক্লিনিক, সোলার ও স্ট্রীট লাইট, গভীর নলকুপ স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় পটিয়া এখন শহরে রুপ লাভ করছে। যেটি শেখ হাসিনার সরকারের নির্বাচনি ইশতেহার ছিল। এ নির্বাচনী ওয়াদার প্রতিফলন ঘটাতে সরকারের এ প্রকল্পগুলো চলমান থাকবে। তিনি আরো বলেন, সরকার যে উন্নয়ন করছে তা তেমন প্রচার হচ্ছেনা। আমাদের দলীয় নেতাকর্মীদের সরকারের এ উন্নয়ন সাধারণ জনগনের কাছে প্রচার করতে হবে ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply