৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৫২/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে ৩১ তম ডহুরী দিবস পালন

     

 

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ ২২ জুলাই বিকাল ৪টায় দোস্ত বিল্ডিং ৩য় তলায় চট্টগ্রাম জেলা কার্যালয়ে ৩১ তম ডহুরী দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মৃদুল কান্তি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন এনডিএফ জেলা সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমদ, সম্পাদক মোঃ মামুন, কৃষক নেতা নুরুল ইসলাম, আব্দুল হাকিম, আযম খান প্রমুখ। উক্ত সভায় ডহুরী দিবসের তাৎপর্য তুলে ধরে বর্তমানের কৃষক ও কৃষির সমস্যা এবং সাত দফা দাবী নিয়ে ভুক্তভোগী কৃষকদের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়। ১৯৮৮ সালে যশোর-খুলনায় অবস্থিত বিল ডাকাতিয়া বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য হাজার হাজার কৃষক জনতা বিল ডাকাতিয়া বাঁধ ভেঙ্গে দেওয়ার সংগ্রামে তৎকালীন সরকারের পুলিশ ও সন্ত্রাসী বাহিনী নিরস্ত্র কৃষক-জনতার উপর বর্বরোচিত হামলা ও গুলি চালালে গোবিন্দ দত্ত পুলিশের গুলিতে শহীদ হন। সেই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে গোবিন্দ দত্তের অসমাপ্ত সংগ্রামী দায়িত্ব যথাযথ ভাবে পালন করে কৃষক-জনগণের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র-সরকার-সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply