৯ মে ২০২৪ / ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১৩/ বৃহস্পতিবার
মে ৯, ২০২৪ ৩:১৩ পূর্বাহ্ণ

এরশাদের রোগমুক্তি কামনায় এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

     

সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আশু রোগ মুক্তি কামনায় জাতীয় পার্টির সাবেক কেন্দ্রী সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর উদ্যোগে আজ ৭ জুলাই বাদে জোহর নগরীর স্টেশন রোডস্থ হযরত নজির শাহ্ (রা:) এতিমখানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতিখানার শিক্ষক হাফেজ মো: ইব্রাহিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের দ্রুত আরোগ্য কামনা করে বক্তারা বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা, মসজিদ, মন্দির, গির্জা, ও প্যাগোড়ার বিদ্যুৎ, পানি, গ্যাস বিল মওকুপ করেছেন পল্লীবন্ধু এরশাদ। দাখিল ও ফাজিল শিক্ষার্থীদের এস.এস.সি ও এইচ.এস.সি সমমান মর্যাদা দিয়েছিলেন তিনি। তাই মাদ্রাসার ছাত্ররা আজ সরকারি চাকরি করতে পারছে। বক্তারা বলেন, সাবেক এই রাষ্ট্রপতি এতিমদের কল্যাণেও কাজ করেছিলেন। ইসলামের খেদমতে অবদান রাখতে আল্লাহর অপার মহিমায় জনতার মাঝে তিনি আবারো ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী, নগর জাপা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সহ-সভাতি চন্দন চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক সজল কান্তি মজুমদার, কৌশিক চক্রবর্ত্তী, সাংবাদিক হারাধন চৌধুরী, টিপু দাশ, রতন দাশ, রনি আইচ, স্বপন দাশ, সদস্য গকুল চন্দ্র দাশ, পিন্টু দাশ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply