২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / ভোর ৫:৩৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:৩৮ পূর্বাহ্ণ

হুসেইন মুহম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় জেলা জাপার দোয়া মাহফিল

     

বিশেষ প্রতিনিধি এম এইচ মুন্না

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আশু রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ রবিবার বিকালে পটিয়া বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়ের শামসুল আলম মাস্টারের সভাপতিত্বে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, দক্ষিণ জেলার সিনিয়র সহসভাপতি আবদুর ছাক্তার রনি,সাংগঠনিক সম্পাদক মাহমুদ মিয়া চৌধুরী,পটিয়া উপজেলার সভাপতি রফিক আহমদ,পৌর সভাপতি কমিশনার নুরুল ইসলাম,আনোয়ারা উপজেলার সভাপতি আলী আকবর,পটিয়ার সাধারণ সম্পাদক কাজী খোরশেদুল আলম,পৌর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বোয়ালখালী সাধারণ সম্পাদক দিদারুল আলম ফজু,কর্ণফুলী সাধারণ সম্পাদক মোঃ আলী,মনির আহমদ,সেলিম চৌধুরী, দক্ষিণ জেলা যুব সংহিত সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার,সাধারণসম্পাদক দুলো মিয়া মেম্বার,যুগ্ম সম্পাদক এম এইচ মুন্না,আবদুর,ছাক্তার,নুরুচ্ছফা,নেজাম, জেলাছাত্রসমাজ আহ্বায়কএন.এম.জসিম,যুগ্ম আহ্বায়ক ইয়াছিন খাঁন,ছাত্রনেতা রাজিব চৌধুরী, হাসান,আলমগীর,সাফি প্রমুখ। মিলাদ শেষে দেশ-জাতি ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের আশু রোগমুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা লেয়াকত হোসেন। মুনাজাত পরিচালনা শেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শামসুল আলম মাস্টার বলেন,সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যাব হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের ইসলাম ধর্মসহ সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে বহু জনহিতকর কাজ করেছেন। দেশে বহু উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা করেছেন এরশাদ। তিনি আজ জীবন-মৃত্যুর সন্নিকটে। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন, দীর্ঘ হায়াত দান করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply