২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

ইসলাম নূর চ্যারিটেবল ট্রাস্টের অনুদান হস্তান্তর অনুষ্ঠান

     

 

ইসলাম হলো মানবতার সেবাই আলোকিত ধর্ম আর সেই আলোটি হলো বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী হযরত মুহাম্মদ মুস্তফা (দ:), মানবসেবার এমন কোন ক্ষেত নেই যেখানে তাঁর নুরানী ছোঁয়া লাগেনি, পরোপকার, মানব কল্যাণ, মানবসেবা প্রভূতি সাহাবীগণদের ও শিখিয়ে দেন যার ফলে সাহাবীরাও মানবসেবা ও মানব। কল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন। এ থেকে বুঝা যায় আমাদের বিশুদ্ধ ঈমানদার হতে হলে প্রিয় নবী (দ:)’র আদর্শ অনুযায়ী মানবসেবার মতো মহান ব্রতে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। মানুষের জীবন সুন্দর -সাবলীল হওয়ায় জন্য মানবতাবোধের বিকল্প নেই তাই মানবের কল্যানে অসহায় মানুষের পাশ্বে দাড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব। গত ৩০ জুন রবিবার হাটহাজারী ধলই -নূর- এ মদিনা সুন্নীয়া হেফজ ও এতিমখানা প্রাঙ্গনে ইসলাম নূর চ্যারিটেবল ট্রাষ্ট কতৃর্ক আয়োজিত অনুদান হস্তান্তর ও ভাতা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলাম নূর চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক প্রবাসী মামুনুল ইসলাম তালুকদার সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাষ্টের পরিচালক সমাজসেবক চিকিৎসক ডাঃ এনামুল ইসলাম তালুকদার, ট্টাস্ট অফিসার মুহাম্মাদ আলী আকবর রেজভী, শাহ জামাল, বদিউল আলম প্রমূখ। গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসহায়- হতদরিদ্রপূর্ণ বাসন এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply