২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

উসমানিয়া হজ্ব কাফেলার প্রশিক্ষণ ও হাজী সংবর্ধনা

     

উসমানিয়া হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ ও হাজী সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ৩০ জুন, রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে উসমানিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যার মাওলানা জমির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত হজ্ব প্রশিক্ষণ ও হাজী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়্যব (দা:বা:)। কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুর রহমান সালেহ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দারুল উলুম কামিল মাদ্রাসা প্রধান মুহাদ্দিস আল্লামা মুফতী আহমাদুর রহমান নদবী, মাওলানা নুরুল কবির, মাওলানা নিজাম উদ্দীন নিজামী, মাওলানা নূর মুহাম্মদ, মাওলানা ইসমাইল কুতুবী, মাওলানা হেলাল উদ্দীন আনসারী, অধ্যাপক খুরশীদ আলম, মাওলানা তৈয়্যব কুতবী প্রমুখ।
প্রধান অতিথি পীরে কামেল আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়্যব (দা:বা:) বলেন, হাজী সাহেবদের শুধু মাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর সত্যিকারের প্রেমিক হয়ে হজ্বে যেতে হবে। জাগতিক সকল চাহিদা তুচ্ছ করে শুধু মাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের নিয়তে গুনাহ মুক্ত হজ্ব ও গুণামুক্ত জীবন যাপনের প্রতিজ্ঞা করে হজ্ব সম্পাদন করতে হবে, এটাকেই রাসূল (দ.) মাবরুর হজ্ব বলেছেন। আল্লাহ আমাদের সকলকে হজ্বে মাবরুর নসীব করুন। পরিশেষে প্রধান অতিথি দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply