২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৪৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৮:৪৯ পূর্বাহ্ণ

ওসির কাণ্ড, ফজলের পরিবর্তে সজলের জেল

     

আসামি না হয়েও ডাব বিক্রেতা সজলকে কেন গ্রেফতার করা হয়েছিল সে বিষয়ে সাতদিনের মধ্যে আদালতে স্বশরীরে হাজির হয়ে  ওসিকে জবাব দিতে হবে বলা হয়েছে।নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ২০০৯ সালে সেলিম ওরফে ফজলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক। কিন্তু গত ৩০ এপ্রিল  ভাই সেলিমের পরিবর্তে সজলকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

গত ২৬ মে সজল আসামি নন দাবি করে আইনজীবীর মাধ্যমে নিজের মুক্তির জন্য আবেদন করেন। এরপর মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করা হয়। এইদিন আদালত না বসায় পরদিন (বুধবার) আবারও শুনানি হয়। প্রায় দেড় মাস কারাভোগের পর এই দিন অব্যাহতি পান সজল।

সজলের ছয় ভাই-বোন আদালতে এফিডেফিট করে জানান, ফজল হিসেবে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি আসলে সবার ছোট ভাই সজল। এরপর বুধবার এই দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। প্রিয়.কম  থেকে

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply