২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৫৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

এদেশের মানুষ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত-শাহাদত হোসেন

     

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, বাক স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। তিনি আজ ১৫ মে বুধবার দুপুরে কোতোয়ালী ৩৯ (৫)১২ মামলা এর জি.আর- ৫৫৫/১২. মামলায় বিচারিক আদালতে আতœসমর্পণ পূর্বক জামিন লাভের পর সংবাদিকের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন। ডা.শাহাদাত হোসেন আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের অতি গুরুত্বপপূর্ণ বিভাগ, জনগণের শেষ ভরসাস্থল। সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা। কিন্তু রাষ্ট্রের নির্বাহীগন যখন বিচার বিভাগের প্রতি কর্তৃত্ব পরায়ন হয়ে ওঠে তখন দেশের মানুষের আর বিচার পাওয়ার কোন জায়গা থাকে না। ফলে আজকে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে তাই ঘটছে। তা না হলে দি ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ মামলায় রাশেদুল চিসতী জামিন পায়। কিন্তু ২ কোটি টাকা থেকে বেড়ে ৬ কোটি টাকা হওয়ার পরও তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন হয় না। এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি সিনিয়র আইনজীবি এডভোকেট মফিজুল ভুঁইয়া, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, এডভোকেট আব্দুল আজিজ প্রমুখ আইনজীবিবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply