২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০৪/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

ফখরুলের শূন্য আসনে আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা

     

মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  বিকালে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ৭টি আসন পায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে একে একে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তেই নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা ফখরুল বাদে বাকি ৬ নির্বাচিত সদস্য। তবে নির্বাচনের পর ৯০ দিনের সময়সীমার মধ্যে শপথ নেন নি মির্জা ফখরুল। এ কারণে নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সেই ধারাবাহিকতায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply