২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ

বাঙালির সংস্কৃতির শেকড় গভীরে প্রোথিত

     

নুরুল আলম নিজামী
একটি জাতির সমৃদ্ধ কৃষ্টিই তার সাংস্কৃতিক প্রবাহমানতা। বাঙালির সংস্কৃতির শেকড় গভীরে প্রোথিত। হাসন-লালন-একতারা-রাখালের বাঁশির সুর আবহমান কাল ধরে আমাদের মোহবিষ্ট করে রেখেছে। তাই আধুনিক হয়েও মাটির কাছে-ঐতিহ্যের কাছে আমাদেরকে বার বার ফিরে যেতে হবে। ঐতিহ্য সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম এর মাকে নিবেদীত বর্ষ বরণ-১৪২৬ উপলক্ষে আয়োজিত কথামালা, লোকজ গান, নৃত্য ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত উন্নয়ন) নুরুল আলম নিজামী উপরোক্ত মন্তব্য করেন।
ঐতিহ্যের সভাপতি চন্দ্র মোহন দেবনাথের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সম্পাদক ডা: লাভলু চক্রবর্তী ও সোমা মুৎসুদ্দী যৌথ সঞ্চালনায় গত ৩ মে’ ১৯ইং বিকেল ৫টায় ফুলকি এ.কে.খান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বি.জি.সি ট্রাস্ট ইউনিভার্সিটির উপচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী প্রধান আলোচকের বক্তব্যে বলেন, ঐতিহ্য তার দীর্ঘ পথচলায় আবহমান বাঙলার ঐতিহ্যকে জন সম্মুখে যেভাবে তুলে ধরছে যা সত্যি প্রশংনীয়। বাতাসা অ্যাপায়নের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সুজিত কুমার দাশ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ডা: রতন চক্রবর্তী, ডা: আর.কে রুবেল ও রাসেল বড়ুয়া। কথামালায় অংশ নেন আশীষ কুমার দেব, রমজান আলী মামুন, অপুসেন গুপ্ত, সুকান্ত বৈদ্য বাপ্পী, অজয় ভট্টাচার্য, ডা: বরুন আচার্য বলাই, নাসির হোসেন জীবন, শিবু দত্ত, শিপন বণিক, সজল দাশ, উৎপল কান্তি বড়ুয়া, সঞ্চয় কুমার দাশ, লিটন কুমার চৌধুরী, ফারুক হোসেন, সুমি চক্রবর্তী, ডা: সুভাষ চন্দ্র সেন প্রমুখ।
অনুষ্ঠানে ৫জন গুনী ব্যত্তিকে ঐতিহ্য সম্মাননা ২০১৯ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, রতœ গর্ভা মা হিসেবে করুণা আচার্য, চিকিৎসায় ডা: এ.কে.এম ফজলুল হক সিদ্দিকী, সংগীতে আবদুর রশিদ খান, গীতিকবিতায় বাসুদেব খাস্তগীর, সাহিত্যে মেহেরুননেসা রশিদ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply