৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১৮/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১:১৮ পূর্বাহ্ণ

থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে মা-বাবা কে এগিয়ে আসতে হবে-কানিজ ফাতেমা, এম.পি

     

 

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে, চট্টগ্রাম বিভাগের দুইশত চল্লিশটি, হাইস্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী ও থ্যালাসেমিয়া ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর চট্টগ্রাম দেওয়ান বাজার দিদার মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সহ-সভাপতি অধ্যক্ষ ফরহাদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ। বিশেষ অতিথি ডাঃ রাজিয়া সুলাতানা, প্রফেসর ডাঃ মাহমুদ এ, চৌধুরী আরজু, মাহতাবুল ইসলাম, হাসিনা আক্তার নীলু, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু আশীষ ধর। উল্লেখ্য যে, থালাসেমিয়া ‘বাহক’ যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংক সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট কর্তৃক এইচ-বি ইলেকট্রোপরেসিস মেসিন ও থ্যালাসেমিয়া রোগীদের আয়রন নির্ণয়ের জন্য সি-রাম ফেরিটিন মেসিন দিয়ে ল্যাব উদ্বোধন করা হয়। থ্যালাসেমিয়া প্রতিরোধে স্কুল, মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছরে ন্যায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ফটিকছড়ি হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের অর্পিতা চক্রবর্তী, ফাতেহা রাহনুম তাহিয়া, সামিহা জাবীন, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ-সীতাকু-ের নোরা নাসরিন, সুমাইয়া ইসলাম, ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের øেহা দত্ত, মাইশা দ্বীন সুমাইয়া, রাজেশ্বরী মজুমদার। সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রাঙ্গুনীয়ার মায়মুনা আকতার, শ্রীঅরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ বোয়ালখালীর মিতা আক্তার, টিনা চৌধুরী, সি. এম পি স্কুল এন্ড কলেজের মোঃ শাহরিয়ার মাহমুদ রাফি, বাঁশখালী কোকদ-ী ইসলামী দাখিল মাদ্রাসার কাউসার সোলতানা। মেট্রোপলিটন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাদিয়া আক্তার জুলি। শাকপুরা পাইলট প্রবর্ত্তক কন্যা বিদ্যাপীঠের, নুপুর চক্রবর্ত্তী, সিদ্রাতুল মুনতাহা, অর্পিতা বড়–য়া, বাঁশখালী ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের তিয়াশা তাবাচ্চুম তানিক চিটাগাং আইডিয়াল হাইস্কুলের দোজাহান তাবাসসুম, জামাল খান কুসুমকুমারী সিটি কর্পোঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের নাহিদা ইসলাম, তুলি ধর। পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রিতম বড়–য়া, কৃষ্ণ কুমারী সিটি কর্পোঃ বালিকা বিদ্যালয়ের তাসলিমা সাদিয়া জেসিয়া, সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নওরিন বিনতে হেফাজ ছাফা। সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের মোঃ ফাহিম খান, আম্মার চৌধুরী। মিউনিসিপ্যাল মডেল স্কুলের ইফতেখার সাদমান চৌধুরী, শীতলপুর গাউছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জান্নাতুল নাঈম নাঈমা। চন্দনাইশ খান দীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আলফাজুর রহমান। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোহাম্মদ ফারদিন, মোঃ শরিফুল আলম শিহাব।
কাপাসগোলা সিটি কর্পোঃ বালিকা বিদ্যালয়ের মালিহা নুসরাত। পাথরঘাটা মেনকা সিটি কর্পোঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের দেবাদৃতা ধর। গাছবাড়িয়া নিত্যানন্দ গৌর চন্দ্র সরকারী মডেল হাইস্কুলের হাদিয়াতুন রুমাইয়া ঐশী, মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজের তানভিনা আহমেদ, লামাবাজার সিটি কর্পোঃ বালক উচ্চ বিদ্যালয়ে আদিত্য দাশ, এ.এস. ফুয়াদুল আকিব, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের হাচান মাহমুদ, সালমান কবির। পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মোঃ আজমির হোসেন। নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাহমিদা আক্তার। চান্দগাঁও মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়ের অর্পন হোড়। রাউজান কদলপুর স্কুল এন্ড কলেজের সানজিদা সবুর কাশফিয়া। পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল নাঈমা। আগ্রাবাদ কলকাকলি উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান স্বর্ণা, রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ফরহাদুল আলম। পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত বিনতে জামাল। রাউজান ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের নুসরাত সুলতানা শিফা। সীতাকু- বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাহিমা আক্তার। প্রায় দুইশত স্কুলের ছাত্র/ছাত্রীর মধ্যে ছয় হাজার জন অংশগ্রহণ করে তাদের মধ্যে পঞ্চাশজন ছাত্র/ছাত্রী সফল হয়। মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ সকল বিজয়ীদের মধ্যে উপহার ও সনদ পত্র বিতরণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply