২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:২৭ পূর্বাহ্ণ

প্রাচিকের অভিষেক ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

     

বন্দরটিলাস্থ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি(রেজিং-২১৪০/৯৮)’এর’ অভিষেক ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আজ ৪মে শনিবার দুপুর ২টায় পতেঙ্গা সৈকত ক্লাবে সভাপতি মারুফ রহমান মনুর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি হাকিম,প্রভাষক মোঃ সেলিম রেজার সঞ্চালনায়ে সম্পন্ন হয়।
প্রথম পর্বের অভিষিক্ত নব-নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ৪১নং ওয়ার্ডড কাউন্সিরর হাজী ছাালেহ আহম্মদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন-৪০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন সচিব-এম.সি দাশ,সাবেক সভাপতি মোঃ ইউসুফ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা এম.এ তাহের, এটিএম শামসুল আলম,আবুল কালাম আবু,নুরুল হক,ডাঃএস.বি বড়–য়া,আরো সংবর্ধিতরা হচ্ছেন হাজী হারুন উর রশিদ, সিরাজুল হক মানিক, জাফর আহম্মদ।
২য় পর্বে আলোচনা সভায় অংশ নেন নব-নির্বাচিত সভাপতি মোঃ মারুফ রহমান মনু,সাঃসম্পাদক-মোঃকামাল উদ্দিন আজাদ,সাংগঠনিক সম্পাদক-গিয়াস উদ্দিন,সহ-সাংগঠনিক রাজীব চৌধুরী,অর্থ সম্পাদক-আনোয়ার হোসেন রাসেল,সহ-সম্পাদক উদয়ন কান্তি মিত্র,শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক কে.এম মাজহারুল হক,দপ্Íর সম্পাদক-আবু সাইদ,ক্রীড়া সম্পাদক-উত্তম কুমার মজুমদার,সিনিয়র সদস্য পিকে দাশ,নুর হোসেন বাবু, এস.বি বড়ুয়া,মহিলা সম্পাদিক-লায়লা আরজুমান বানু সহ প্রাক্তণ সম্পাদক ও সিনিয়র সদস্যগন।
সংবর্ধনা প্রদান কালে প্রধান অতিথি বলেন,অত্র এলাকায় প্রাথমিক সেবার ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের কথা সাধারণ জনগণ কখনোই ভুলবে না। কারণ তাদের মাধ্যমেই সর্ব প্রথম একজন রোগি সমস্যা চিহৃত করতে পারেন। তাদেরস্ব-স্বীকৃতি দিয়ে দেশ-সমাজে আরো উপকারী বন্ধু হিসেবে এগিয়ে আসার অনুরোধ জানান।
পরিশেষে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি(প্রাচিকস)-২০১৯সালে বন্দর-ইপিজেড,পতেঙ্গা এলাকার ৮জন বীর মুক্তিযোদ্ধার সংবর্ধনা প্রদান করেন। তাদের হাতে ক্রেস্ট,ফুল ও উপহার তুলেদেন প্রধান অতিথি,৪১নং ওয়ার্ড কাউন্সিরর হাজী ছাালেহ আহম্মদ চৌধুরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply