১ মে ২০২৪ / ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৩১/ বুধবার
মে ১, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

তৃতীয় লিঙ্গরাও পাচ্ছেন ভোটাধিকার – আনোয়ারায় নির্বাচন কমিশনার

     

এইচ এম মহিউদ্দিন মনজুর
 মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলা হলরুমে প্রথম ধাপের নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ইউএনও শেখ জোবায়ের আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনির হোসাইন খান আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মোঃ মমাহবুব মিল্কি ও আনোয়ারা উপজেলা সকল নির্বাচন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্য দিয়ে হিজড়া সম্প্রদায় তাদের পরিপূর্ণ অধিকার পেতে যাচ্ছেন। এতে তাদের নাগরিক দায়িত্ববোধ আরও বেড়ে যাবে বলে আশা করেন। তিনি আনোয়ারার সকল চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানকে কোন রোহিঙ্গা যেন এই হালনাগাদে ভোটার হতে না পারে সে ব্যপারে সতর্ক হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন শুধু যারা একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধাপরাধে জড়িত হয়ে মামলা মকদ্দমাতে জড়িয়ে আছে তারা ব্যতীত সবাই ভোটার হওয়ার সুযোগ আছে উল্লেখ করেন এবং সুষ্ঠ ভোটের সুষ্ঠ ভোটার হালনাগাত করতে কোন দোকান বা রেস্টুরেন্টে না গিয়ে দায়িত্বশীল কর্মকর্তাগণকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য নিয়ে হালনাগাদ করার আহবান জানান। সভাপতির বক্তব্যে শেখ জোবায়ের আহমেদ বলেন, আনোয়ারা উপজেলা হচ্ছে একটি উপকূলীয় এলাকা,সেই হিসেবে যেন কোন রোহিঙ্গা ভোটার হালনাগাদে ভোটার হতে না পারে তার জন্য আমরা দুইটি টিমে ভাগ করেছি, যাতে প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করতে সুবিধা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply