২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:৫৩ পূর্বাহ্ণ

৩ টার মধ্যে রাসেলকে টাকা না দিলে ব্যবস্থা নেবার নির্দেশ হাইকোর্টর

     

বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে বিকাল ৩টার মধ্যে কিছু টাকা পরিশোধ না করলেও গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার এ আদেশ দেওয়া হয়।

এর আগে, পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।উল্লেখ্য, বাগবিতণ্ডার একপর্যায়ে ফ্লাইওভারের ওপর বাস চাপায় পা হারানো রাসেল সরকারের সঙ্গে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি।

আজ বুধবার ১০ এপ্রিল সকালে এ তথ্য জানান রাসেল সরকার।রাসেল সরকার বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী গ্রীন লাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে গত সোমবার আমাকে টাকা দিয়ে আজ কোর্টকে জানানোর কথা ছিল। টাকা তো দূরে থাকা, আজ এখন পর্যন্ত তাদের (গ্রীন লাইন কর্তৃপক্ষ) পক্ষ থেকে কোনো যোগাযোগই করেনি।’

পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আদেশ বাস্তবায়নের বিষয়ে আজ বুধবার হাইকোর্টে শুনানির দিন ধার্য রয়েছে।

অন্যদিকে হাইকোর্টের দেয়া ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষে গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply