২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১২/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে আসা সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ

     

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড পৃথক অভিযানে ৪ লাখ ৫৫ হাজার ইয়াবা ও ৩২ বোতল বিদেশী মদ জব্দ করেছে। মিয়ানমার থেকে নৌ পথে আসছিল ইয়াবা। মাঝপথে বাংলাদেশ কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সমুদ্রে ইয়াবা গুলো ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।

জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের নিকটবর্তী সমুদ্রে অভিযান চালায়। অভিযানকালে মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। তখন কয়েকটি পলিথিনের বস্তা পানিতে ফেলে নৌকাটি দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরে সমুদ্রে ফেলে দেওয়া পলিথিনের বস্তা তল্লাশি করে ৪ লক্ষ ৫৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।সবটুকু খবর পড়তে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply