১১ মে ২০২৪ / ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১১/ শনিবার
মে ১১, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ

জ্ঞান প্রদায়িনী গিরিধারী গীতা সংঘের দুই দশক পূর্তি অনুষ্ঠান 

     

 

সুন্দর ও প্রকৃত মানবধর্মী সমাজ বিনির্মানের লক্ষ্যে গীতা ও নৈতিক শিক্ষার ভূমিকা অপরিসীম। বক্তারা আরো বলেন, ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে সনাতন সমাজকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ শ্রীদ্ভগবদ্গীতা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি-রাহাজানি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদবর্জিত মানুষ হওয়ার শিক্ষায় গীতার অধ্যায়নে অর্জন করা যায়। আর নৈতিক শিক্ষা হচ্ছে তার একটি অংশ। নচেৎ প্রকৃত মানুষ কিংবা নাগরিক তৈরী হবে। মেখল জ্ঞান প্রদায়িনী শ্রীশ্রী গিরিধারী গীতা সংঘের দুই দশক পূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ৭ ও ৮ মার্চ দুইদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে মেখলস্থ শ্রীশ্রী গিরি গোবর্দ্ধন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জ্ঞান প্রদায়িনী শ্রীশ্রী গিরিধারী গীতা সংঘের দুই দশক পূর্তি। এতে ৭ মার্চ দুইদিনব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উদ্বোধন করেন শ্রীশ্রী পুন্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাষ্টার শ্রী অশোক কুমার নাথ। লীলা কীর্তন পরিবেশন করেন সুকৃতি মোহন্ত। ৮ মার্চ দুইপর্বের অনুষ্ঠানমালার ১ম পর্বে আলোচনা সভায় আশির্বাদক ছিলেন শংকর মঠ ও মিশনের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী তাপসানন্দ ব্রহ্মচারী। প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.গণেশ চন্দ্র রায়। আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক সজল বরণ সেন। মহান অতিথি মেখল ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সালাহ্উদ্দিন চৌধুরী। ডাঃ অসিত কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক হাটহাজারী সংসদের সভাপতি শ্রীপাদ্ গঙ্গাপদ গোস্বামী। বিশেষ অতিথি দিলীপ কুমার নাথ, পরিমল কান্তি নাথ। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক সুব্রত কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন নিত্যানন্দ দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুপম নাথ ও জুয়েল নাথ। ২য় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। আলোকিত অতিথি ব্রজধাম পরিচালনা পরিষদের নির্বাহী সভাপতি অধ্যাপক সবুজ কান্তি নাথ। বিশেষ অতিথি ছিলেন মেখলা নাথ ও ব্রাহ্মণ সম্মিলনীর সভাপতি দুলাল চন্দ্র নাথ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের নির্বাহী সদস্য প্রিয়াশীষ চক্রবর্তী, সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞান প্রদায়িনী গিরিধারী গীতা সংঘের সভাপতি রনজিত কুমার নাথ। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল চন্দ্র নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দন নাথ ও তন্দ্রাময়ী দেবী। অনুষ্ঠানমালায় ছিল গীতাপাঠ, স্বর্ণপদক গীতাপাঠ প্রতিযোগিতার স্বর্ণপদক প্রদান, লীলা কীর্তন, ক্ষুদে বক্তাদের বক্তব্য প্রতিযোগিতা, স্মরণিকা উন্মোচন, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। পরে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন ম্যাজিক বাউলিয়ানা বাউল শিল্পী বিশ্বজিৎ নাথ, নিশা চক্রবর্তী ও শিপন নন্দী। এর আগে গত ১ মার্চ ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও মাষ্টার হরেকৃষ্ণ নাথ স্মৃতি স্বর্ণপদক গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি রনজিত কুমার নাথ ও সাধারণ সম্পাদক রুবেল চন্দ্র নাথ। সাংগঠনিক বক্তব্য রাখেন সংগঠনের সহ -সভাপতি শ্রী রুপক নাথ, সহ-সাধারণ সম্পাদক শ্রী মথুরাম নাথ, অর্থ সম্পাদক শ্রী চন্দন নাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী কনক নাথ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply