২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

ভক্তি ও প্রেম দ্বারা স্রষ্টার নৈকট্য লাভ সম্ভব-লে.জে. হারুন-অর-রশিদ

     

 

মাইজভাণ্ডারী দর্শন এক অনুপম আদর্শের নাম। যেখানে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের পাপ মুক্তির পথ প্রদর্শক হিসাবে আলোকবর্তিকা হয়। এই মাইজভাণ্ডারী দর্শনের এক বিদগ্ধ পথিক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। তিনি দীর্ঘদিন যাবৎ তাঁর গবেষণায় মাইজভাণ্ডারী দর্শনকে প্রচার করার কাজে নিয়োজিত রেখেছেন নিজেকে। বিশ্ববাসীকে সুন্দর ও প্রেমের সুষমায় মুগ্ধ করতে এই প্রয়াস তাঁর। এদেশের মাটি ও মানুষের উপযোগী ত্বরিকা ও দর্শনের নামই মাইজভাণ্ডারী দর্শন। যার মধ্যে থেকে ভক্তি ও প্রেম দ্বারাই স্রষ্টার নৈকট্য লাভ সম্ভব। সম্প্রতি জেলা পরিষদ মিলনায়তেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সেমিনারে মাইজভাণ্ডারী গবেষণায় বিশেষ অবদানের জন্য লায়ন ডা. বরুণ কুমার আচার্যকে বিশেষ সম্মাননা প্রদানকালে প্রধান অতিথি সাবেক সেনাপ্রধান মুক্তিযোদ্ধা লে. জে. হারুন-অর-রশিদ উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর রেজাউল করিম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দিদার আশরাফী, অভিনেতা পংকন বৈদ্য সুজন, স্বপন সেন, সুজিত কুমার দাশ, ফজল আহমদ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুর রশিদ চৌধুরী, অধ্যক্ষ মো. শামসুদ্দীন, ভাস্কর ডি কে দাশ মামুন, সাংবাদিক সমীর কান্তি দাশ, সমীর পাল, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, ধীমান দাশ, অভিবসু মল্লিক, নীলু দাশ, দয়াল দত্ত, রণবীর দাশ, রুবেল শীল, ঝন্টু শীল প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply