২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ

আলীকদমে কারিতাসের উদ্যোগে গবাদি পশু-পাখির টিকাদান কর্মসূচী

     

 

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আলীকদম উপজেলায় কয়েকটি গ্রামে বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে গবাদি পশু-পাখির টিকাদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। কারিতাসের এগ্রোইকোলজি প্রকল্পের উদ্যোগে সিরাজ কার্বারী পাড়ায় সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সংস্থাটির কেন্দ্রিয় অফিসের ডিরেক্টর (প্রোগ্রাম) রঞ্জন প্রান্সিস রোজারিও, সিনিয়র ম্যানেজার (ইসিডি) আগস্টিন বাড়ই, বান্দরবানের কর্মসূচী কর্মকর্তা রূপনা দাশ ও মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা প্রমুখ। এছাড়াও মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের মংচানু মার্মা ও মি: থোয়াইনু মার্মা (ভি.এফ.এ) সহযোগীতায় ৫২ জন উপকারভোগীর ১২৭টি গরুকে ক্ষুরারোগের টিকা, ৬৮টি ছাগলকে পিপিআর রোগের টিকা, ২৫টি হাঁসকে ডাকপ্লেগ রোগের টিকা, ৭২টি মুরগিকে ফাউল কলেরা রোগের টিকা এবং ৬৪টি ছোট মুরগির বাচ্চাকে রানীক্ষেত রোগের টিকা প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply